বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুরে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোরে ১০২ বছরের এক নারী ও তার নাত বউয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- মৃত লালমুন নেছা (১০২) বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য দেলোয়ার হোসেনের মা। দেলোয়ার হোসেনের ছেলে সোলায়ামানের স্ত্রী রিপা আক্তার (২০)।
স্থানীয়দের বরাতে বাবুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) অলিউল ইসলাম বলেন, বুধবার দিবাগত রাত ১১টা থেকে সাড়ে ১১ টার দিকে প্রতিবেশী এক নারী টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে অজ্ঞাত ব্যক্তিকে বাড়িতে দেখতে পেয়ে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে নিজেদের গোয়াল ঘরের গরুসহ সবকিছু ঠিক আছে কিনা দেখতে যান। পরে ঘরে ফেরার সময় সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেনের ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সারাশব্দ না পেয়ে চিৎকার দিলে আশপাশের বাড়ির লোকজনও সেখানে জড় হন। পরে স্থানীয়রা ঘরের ভেতর গিয়ে তিন নারীকে অচেতন অবস্থায় পেয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই দুই নারীকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি পুরোপুরি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড বলেই মনে হয়েছে। বিষয়টি ভিন্ন খাতে রূপ দেওয়ার জন্য চুরির ঘটনা সাজানো হয়েছে। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা হবে।