বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

‘সুসম্পর্ক বজায় রাখতে ভারত বাংলাদেশের পাশে থেকে কাজ করছে’

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১৪:৪৮

ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার বলেছেন, সুসম্পর্ক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারত সব সময় বাংলাদেশের পাশে থেকে কাজ করছে।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির শ্রেষ্টতম দেশ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জনগণের পাশে থাকতে পেরে ভারতের জনগণ গর্ববোধ করে।

শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট শিবমন্দির চত্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভারতের সহকারি হাই কমিশনার এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, হিন্দুবৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক ঠাকুর, সিনিয়ন আইনজীবী অ্যাডভোকেট নন্দকিশোর আগরওয়াল প্রমুখ।

ইত্তেফাক/আরএজে