শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিবচরে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১৬:৩৫

চীফ হুইপের নির্দেশনা অনুযায়ী মাদারীপুর ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার কর্মকর্তারা এখন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের এলাকায় গিয়ে চেক তুলে দিচ্ছেন।

জানা গেছে, আগে মাদারীপুর ভূমি অধিগ্রহণ শাখায় মাসের পর মাস ঘুরেও যেখানে চেক পেতে কষ্ট হতো, সেই অফিসের কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের এলাকায় গিয়ে চেক তুলে দিয়েছেন। এটা সম্ভব হয়েছে মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ্র জন্য।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) শিবচরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব নার্সিং ইনস্টিটিউট প্রকল্পের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৪টি চেক তুলে দেন ঝোটন চন্দ্র। এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম, পৌর মেয়র আওলাদ হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) রিয়াজুর রহমান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (ভূমি অধিগ্রহণ শাখা) মাহবুবা ইসলামসহ ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব নার্সিং ইনস্টিটিউট প্রকল্পের ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি বলেন, 'ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার কর্মকর্তা ও কর্মচারীরা কোন হয়রানি ছাড়া দ্রুত আমাদের কাজ করে দিয়েছে। শুধু আমার সাথে নয়, সেবা নিতে আসা প্রতিটি মানুষের সাথে ভালো ব্যবহার করছে তারা। এটা সম্ভব হয়েছে সৎ ও সুযোগ্য জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ্র স্যারের জন্য।'

এ বিষয়ে ঝোটন চন্দ্র বলেন, দালালচক্র রুখতে কঠোরভাবে মালিকানা যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে শিবচরে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে ২৪টি চেক তুলে দিয়েছি।

ইত্তেফাক/এসকে