ইতালিতে পৌঁছে অসুস্থ হয়ে ২০ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মৃতের পরিবার। শুক্রবার (২৭ জানুয়ারি) সুনামগঞ্জের ছাতকে তার নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়।
মৃত হারুন রশীদ সালিক উপজেলার চরমহল্লা ইউনিয়নের চানপুর গ্রামের বাসিন্দা।
এর আগে ১৮ জানুয়ারি ইতালির কাতান নোভার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবক হারুন রশীদ সালিক মারা যান।
মৃত প্রবাসীর চাচা হাফিজ মো. আব্দুল কাইয়ুম জানান, ইতালিতে পৌঁছার পর সে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ইতালিতে প্রবাসীদের একটি সংস্থার সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) তার লাশ গ্রামের বাড়িতে পৌঁছায়। শুক্রবার (২৭ জানুয়ারি) গ্রামের পশ্চিমে নিজ বাড়ি সংলগ্ন মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।