মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

দুই ওপেনারের ফিফটিতে কুমিল্লা তুললো ১৬৫

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১৫:২০

টানা পাঁচ ম্যাচ জয়ের লক্ষ্যে খুলনা টাইগার্সের সামনে ১৬৬ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই ওপেনার লিটন দাস আর মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে কুমিল্লা।  

সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর ১টা ৩০ মিনিটে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স। টসে হেরে ব্যাট করতে নেমে কুমিল্লাকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ান। উদ্বোধনী জুটিতে ৬৫ রান সংগ্রহ করে এই দুই ব্যাটার। নিজের অর্ধশতক পূরণ করেন লিটন দাস। অর্ধশতক পূরণের পর দলীয় ৬৫ রানে আউট হন লিটন।

লিটনের বিদায়ের পর ক্রিজে আসেন জনসন চার্লস। জনসন চার্লসকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে আরও ৬০ রান যোগ করেন রিজওয়ান। এরপর দলীয় ১২৫ রানে ২২ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফিরে যান জনসন চার্লস। 

এরপর ক্রিজে আসা খুশদিলকে সঙ্গে নিয়ে ইনিংস শেষ করে আসেন রিজওয়ান। ৪৩ বলে নিজের অর্ধশতক পূরণ করেন রিজওয়ান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

মোহাম্মদ রিজওয়ান ৪৭ বলে ৫৪ ও খুশদিল ১১ বলে ১৩ রানে অপরাজিত থাকেন। খুলনার পক্ষে ওয়াহাব রিয়াজ ও নাহিদুল ইসলাম নেন ১টি করে উইকেট।  

 

 

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন