ইউক্রেনে ট্যাঙ্ক সরবরাহের প্রতিশ্রুতি দেওয়ার জন্য উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের নিন্দা করেছে। শনিবার (২৮ জানুয়ারি) দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, 'ওয়াশিংটন আবার সীমা অতিক্রম করছে'। মেট্রোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শক্তিশালী বোন কিম ইয়ো জং এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছেন। কেসিএনএকে দেওয়া ওই বিবৃতিতে কিম ইয়ো জং জানান, রাশিয়া যেমন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তেমনি উত্তর কোরিয়াও থাকবে।
যুক্তরাষ্ট্র এই সপ্তাহে ঘোষণা করেছে, তারা ইউক্রেনে ৩১টি ট্যাঙ্ক পাঠাবে। জার্মানিও ট্যাঙ্ক পাঠানোর ঘোষণা দিয়েছে।
বিবৃতিতে কিম ইয়ো জং আরও বলেছেন, 'ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা প্রদানের বিষয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। একটি সার্বভৌম রাষ্ট্রকে অপবাদ দেওয়ার অধিকার মার্কিন বা পশ্চিমা বিশ্বের কারোরই নেই।'
পরমাণু অস্ত্রধারী উত্তর কোরিয়া গত এক বছরে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে রয়েছে মার্কিন মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএমএস)। মার্কিন ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, উত্তর কোরিয়া তাদের প্রথম পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।