রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার লালিত স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষ পৃথিবীর অনেক দেশের চেয়ে এখন সুখী। শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ও উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১০ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল ও ১৮ জন দুস্থ-অসহায়কে ৫০ হাজার করে মোট ৯ লাখ টাকা চিকিৎসা সহায়তা এবং ২৫ জন শিক্ষার্থীকে ১ লাখ ৩২ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ অন্ধকারে নিমজ্জিত ছিলো। দেশকে স্বাধীন করার লক্ষ্যে আন্দোলন করতে গিয়ে ১৪ বছর কারাগারে দিন কাটান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার স্বপ্ন ছিলো মানুষের মুখে হাসি ফোটানো। যা বাস্তবায়ন করে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শাহরিয়ার আলম আরও বলেন, যারা আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করে তারা এক সময় ক্ষমতায় ছিলো। কিন্তু কোনো উন্নয়ন করতে পারেনি। অথচ আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু, মেট্রোরেল, নির্মাণ করেছে। প্রধানমন্ত্রী ওয়াদা করেছে এদেশে কেউ ভূমিহীন থাকবে না। ইতিমধ্যে ভূমিহীনদের জন্য কয়েক হাজার ঘর নির্মাণসহ গুচ্ছগ্রাম করা হয়েছে।
এর আগে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আমাদের দেশে গ্রীষ্মকালীন খেলা খুব জনপ্রিয়। এটি বিনোদনের একটি অংশ। বাংলাদেশের নারীরা ফুটবল খেলায় দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি লাভ করেছে। ফলে পুরুষের পাশাপাশি নারীদের মাঝেও নতুন জাগরণ এসেছে।
এ সময় বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, অধ্যক্ষ আবু বক্কর সিদ্দীক, আড়ানী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, চকরাজাপুর ইউপি চেয়ারম্যান বাবলু দেওয়ান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা মাসুদ লতা, বাঘা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।