মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

বিদেশি শিক্ষার্থীদের কাজের সময় বাড়তে পারে যুক্তরাজ্য

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ২১:১৭

অর্থনীতিকে চাঙ্গা করতে বিদেশি শিক্ষার্থীদের দীর্ঘ সময় কাজ করার অনুমতি দেওয়ার কথা ভাবছে ব্রিটিশ সরকার৷ শূন্যপদ পূরণের মাধ্যমে এমন উদ্যোগ হতে পারে বলে জানিয়েছে দ্য টাইমস পত্রিকা৷

সরকারি সূত্রের বরাত দিয়ে দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়, আতিথেয়তা ও খুচরা ব্যবসার মতো ক্ষেত্রগুলোতে ঘাটতি মোকাবেলায় যুক্তরাজ্য বিদেশি শিক্ষার্থীদের আরো বেশি খণ্ডকালীন চাকরি নিতে উৎসাহিত করার উপায় খুঁজছে৷

বিদেশি শিক্ষার্থীদের কাজের সময়সীমা সপ্তাহে ২০ ঘণ্টা থেকে বাড়িয়ে ৩০ ঘণ্টা করা বা এই সময়সীমা সম্পূর্ণরূপে তুলে নেয়ার বিষয়ে সরকার আলোচনা শুরু করছে৷

সরকারি সূত্র পত্রিকাটিকে জানিয়েছে, নির্দিষ্ট সময় কাজ করার বাধা সরিয়ে নেয়া এবং শিক্ষার্থীদের কাজ করতে উৎসাহিত করার জন্য তারা আর কী করতে পারে তা খতিয়ে দেখছেন মন্ত্রীরা৷

তবে বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে৷ সরকার এখনো একমত হতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে৷

ইত্তেফাক/এএইচপি