অবিশ্বাস্য লাফ দিয়ে একটি শিশুর জীবন বাঁচিয়েছেন চীনের এক নারী । নারীর এমন নায়কোচিত ঘটনাটি চীনের হুনান প্রদেশের রাজধানী শহর চাংশায় একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। খবর এনডিটিভির।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, শিশুসহ একটি স্ট্রলার শক্ত কংক্রিটের ওপর পড়ে যাচ্ছিল। এ অবস্থায় এক নারী শিশুটির দিকে দৌড়ে গিয়ে লাফ দিয়ে
মেঝেতে শুয়ে পড়ে দুই হাত বাড়িয়ে দেন। পাকা মেঝেতে পড়ার আগেই শিশুটিকে তার বাহুতে জড়িয়ে পাশ ফিরে যান তিনি।
তার এমন আন্তরিক ও সাহসিক চেষ্টায় শিশুটি বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায়। ধারনা করা হচ্ছে শিশুটি তার ভাগ্নি। এই দৃশ্য দেখে পরিবারের বাকি সদস্যরা ছুটে এসে শিশুটিকে কোলে তুলে নেন। এ সময় ওই নারীকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।
পরে আরেকজন এসে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করেন। এ সময় বাকিরা শিশুটি ঠিক আছে কি না তা নিশ্চিত হন।