শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

সারদায় পুলিশের কুচকাওয়াজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৩:১৫

রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি প্যারেড গ্রাউন্ডে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত কুচকাওয়াজে যোগ দিয়ে অভিবাদন গ্রহণ করেন শেখ হাসিনা।

PM-Sarada

এই কুচকাওয়াজে প্যারেড অ্যাডজুটেন্ট হিসেবে সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেন এবং প্যারেড কমান্ডার হিসেবে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শুভ্র দেব দায়িত্ব পালন করেন। এতে ১২ জন নারী অফিসারসহ ৯৭ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন শেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এক বছর মেয়াদী এ প্রশিক্ষণে সেরা একাডেমিক শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর কবির, সেরা অশ্বারোহণে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, সেরা ইন ফিল্ড শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শুভ্র দেব, সেরা স্যুটার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. রাসেল রানা এবং সেরা প্রবেশনার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. সাকিবুল আলম ভুইয়াকে ট্রফি প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রী নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দেন।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার শামসুল হক টুকু, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসকে