বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্লে অফ নিশ্চিত করার লক্ষ্য সিলেটের

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৫:৫২

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরে নিজেদের দশম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে মাশরাফি-মুশফিকের সিলেট স্ট্রাইকার্স। এ ম্যাচে খুলনাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করতে চায় সিলেট। অন্য দিকে টানা দুই ম্যাচ হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া তামিম-ইয়াসিরের খুলনা।  

সোমবার (৩০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে সিলেট ও খুলনার ম্যাচটি। ৯ ম্যাচে ৭ জয় ও ২ হারে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিলেট। আর মাত্র ১টি জয় পেলেই প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হবে সিলেটের। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নিজেদের মাঠে খেলতে নেমেই হোঁচট খায় সিলেট। রংপুর রাইডার্সের কাছে ৬ উইকেটে ম্যাচ হারে তারা। স্বল্প পুঁজি নিয়েও সিলেটের বোলাররা লড়াই করার চেষ্টা করেছিলেন। শেষপর্যন্ত  ৬ উইকেটে হার মানে সিলেট। 

রংপুরের কাছে হারের পর শনিবার (২৮ জানুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দারুণ জয়ের স্বাদ পেয়েছে সিলেট। ওপেনার নাজমুল হোসেন শান্তর হাফ-সেঞ্চুরি এবং মুশফিকুর রহিম-জিম্বাবুয়ের রায়ান বার্লের ঝড়ো ইনিংসে ২ ওভার বাকী থাকতেই নিজ মাঠে প্রথম জয়ের স্বাদ পায় সিলেট। শান্ত ৪৪ বলে ৬০, বার্ল ১৬ বলে ৪১ ও মুশফিক ২৬ বলে অপরাজিত ৪১ রান করেন। এই ইনিংসের সুবাদে চলমান আসরে সর্বোচ্চ রানের মালিক হন শান্ত। ৯ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ৩৫০ রান করেছেন তিনি। ৭ ইনিংসে ৩টি অর্ধশতকে ৩০৬ রান নিয়ে রান সংগ্রহের তালিকায় দ্বিতীয়স্থানে নেমে যান ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। বোলিং বিভাগে সিলেটকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দলনেতা মাশরাফি বিন মর্তুজা। ৯ ইনিংসে ১২ উইকেট শিকার করেছেন তিনি। উইকেট শিকার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ম্যাশ।

অন্য দিকে নিজেদের সর্বশেষ দুই ম্যাচে পরাজয়ের স্বাদ নিয়ে নিয়ে সিলেটের মুখোমুখি হবে খুলনা। শেষ দুটিতে ঢাকার বিপক্ষে ২৪ রানে ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৪ রানে ম্যাচ হারে খুলনা। ঢাকার ছুঁড়ে দেয়া ১০৯ রানের টার্গেট স্পর্শ করতে পারেনি খুলনা। মিরপুরের মাঠে ব্যাটারদের চরম ব্যর্থতায় ৮৪ রানে অলআউট হয় খুলনা। সিলেটের মাটিতে খেলতে নেমেও ভাগ্য বদলায়নি খুলনার। জয়ের কাছে গিয়েও হার এড়াতে পারেনি তারা। কুমিল্লার ১৬৫ রানের জবাবে ৬ উইকেটে ১৬১ রান করে খুলনা। খুলনার হয়ে এখন অবধি সর্বোচ্চ রান করেছেন ওপেনার তামিম ইকবাল। ৭ ইনিংসে ১৯৪ রান করলেও দলের জন্য বড় ভূমিকা রাখতে পারছেন না তামিম। খুলনার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। ৭ ইনিংসে ১৩ উইকেট নিয়েছেন তিনি। যা এখন পর্যন্ত চলমান আসরে সর্বোচ্চ। ৭ ম্যাচে ২ জয় ও ৫ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে খুলনা। 

ইত্তেফাক/জেডএইচ