গাজীপুরে কেক খেয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। আরেক শিশু গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (২৯ জানুয়ারি) সকালে গাজীপুরের ইপসা গেট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলেন শেরপুরের আশরাফুলের মেয়ে ৬ বছরের আশা মনি ও দেড় বছরের আলিফা। আশরাফুল পরিবার নিয়ে গাজীপুর সদরের ইপশা গেট এলাকায় থাকেন।
শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক মাহমুদা বলেন, বিষক্রিয়ায় শিশু দুটির মৃত্যু হয়েছে। আরেক শিশু হিরা মিয়ার ছেলে সিয়াম চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক। মৃত শিশুদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গাজীপুর সদর থানার এসআই এহতেশাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।