মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

৪ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির শিক্ষার্থী

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৯:১১

সুনামগঞ্জের ছাতকে ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে স্কুলছাত্র রামিজুল ইসলাম সাগর (১৬)। সে  উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈনপুর গ্রামের মৃত শরিফ আলীর পুত্র ও বিজিবি সদস্য মঈনুল ইসলাম মাহবুবের ছোট ভাই। 

নিখোঁজ রামিজুল ইসলাম সাগর মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, সে গত ২৬ জানুয়ারি বাসা থেকে বেরিয়ে গিয়ে আর বাসায় ফিরে আসেনি। নিখোঁজের পর থেকে অনেক খোঁজাখুঁজি করে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ইউপি চেয়ারম্যান নুরুল আলম জানান, খবরটি আমাকে তার পরিবার জানিয়েছেন। এখনো সাগরকে পাওয়া যায়নি। আমরা থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছি।

ছাতক থানার ওসি মাইনুল জাকির জানান, আমরা এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব। 

ইত্তেফাক/পিও