মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

চাটখিলে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ 

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ২১:১১

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ রোববার সকালে চাটখিল থানায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান চাটখিল থানা অফিসার ইনচার্জ মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও শীতবস্ত্র বিতরণ করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম। 

আরও বক্তব্য রাখেন চাটখিল পৌরসভার মেয়র মো. নিজাম উদ্দিন, চাটখিল প্রেসক্লাবের সভাপতি শোয়েব হোসেন বুলু, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম দুলাল। 

অনুষ্ঠানে নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং ৩০০ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। 

ইত্তেফাক/এএএম