শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

বাংলাদেশ সফরে প্রস্তুতি ম্যাচ খেলবে না ইংল্যান্ড

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১১:২৯

আগামী মার্চে বাংলাদেশ সফরে কোন প্রস্তুতি ম্যাচ খেলবে না ইংল্যান্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি জানিয়েছেন এই কথা। 

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলতে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড দলের। ওয়ানডে সিরিজের আগে ২৪ ও ২৬ ফেব্রুয়ারি দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিলো ইংলিশদের। কিন্তু ঐ দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে না ইংল্যান্ড।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার (২৯ জানুয়ারি) এ ব্যাপারে সাংবাদিকদের নিজামউদ্দিন বলেন, ‘নিজেদের পরিকল্পনা অনুযায়ী  এই সফরে শুধুমাত্র অফিসিয়াল ম্যাচের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা জানিয়েছে ইংল্যান্ড দল। এখন সে ভাবেই আমরা পরিকল্পনা করছি।’

এদিকে, সিলেট স্টেডিয়ামে আবারও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সম্ভব না হওয়ায় আছে হতাশা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচগুলোতে দর্শক উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।

সিলেটে আন্তর্জাতিক খেলা না হওয়ায় সম্প্রতি হতাশা প্রকাশ করেছেন বোর্ডের সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করা শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি জানান, আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য যা যা প্রয়োজন সবকিছুই করা হয়েছে।

নাদেলের হতাশা বুঝতে পেরে নিজামুদ্দিন জানান, এই স্টেডিয়ামে ইংল্যান্ডের সঙ্গে অনুশীলন ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিলো। অবশ্য আয়ারল্যান্ড সিরিজের ম্যাচ রয়েছে এই স্টেডিয়ামে।

নিজামুদ্দিন বলেন, ‘আমাদের কিছু পরিকল্পনা থাকে, সফরকারী দলগুলোরও কিছু চাহিদা থাকে। সবকিছু বিবেচনা করে আমরা ভেন্যু ঠিক করি। ইংল্যান্ড সিরিজে প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা ছিলো এবং আমরা সিলেটের জন্য পরিকল্পনা করেছিলাম। কিন্তু ইংল্যান্ড দল এই সফরে শুধুমাত্র অফিসিয়াল ম্যাচের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলেই ম্যাচ আয়োজন করা সম্ভব হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘আমরা সিলেটে আয়ারল্যান্ড সিরিজ আয়োজন করছি। এটি এমন নয় ঐ ভেন্যু ব্যবহার করছি না এবং আমরা প্রতিটি ভেন্যু খেলার মাধ্যমে ব্যবহার করতে চাই।’ ইংল্যান্ড সিরিজের পর সিলেটের মাঠে ওয়ানডে দিয়ে সফর শুরু করবে আয়ারল্যান্ড ক্রিকেট দল।

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন