বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

দুই যুবক হত্যায় ৩৫ বাড়িতে অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্ত পরিবারে ত্রাণ বিতরণ 

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৭:৪৬

দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নিসংযোগের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

গত ২৫ জানুয়ারি উপজেলার খোদাতপুর গ্রামের চুনিয়াপাড়ায় জমা-জমি সংক্রান্তে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গত ২৬ জানুয়ারি লাশ ময়নাতদন্ত শেষে নিজ বাড়িতে জানাজা শেষে উত্তেজিত জনতা চর এলাকা থেকে আগত প্রায় ৩৫টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করে।

২৭ জানুয়ারি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর পরিদর্শনসহ সরকারি সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।

এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের পক্ষে জেলা ত্রাণ ও পূর্ণবাসন দপ্তরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারে ৩০ কেজি চাল, ১ বান্ডিল ঢেউটিন, ঘর নির্মাণে ৩ হাজার করে চেক ও নগদ ২ হাজার টাকাসহ কম্বল বিতরণ করা হয়।

সোমবার (৩০ জানুয়ারি) উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করেন। এ সময় দলীয় ও উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/পিও