মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নিয়োগ পরীক্ষায় হামলা: মাদরাসা অধ্যক্ষের সংবাদ সম্মেলন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২১:০৮

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঠের বাজার আবু বক্কর ফাজিল ডিগ্রি মাদরাসার দুটি পদে জনবল নিয়োগ নিয়ে মামলা ও নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়া নিয়ে মাদরাসার অধ্যক্ষ সাইদুর রহমান সরকারের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

অধ্যক্ষ সাইদুর রহমান সরকার লিখিত বক্তব্যে বলেন, গত ২৭ জানুয়ারি মাদরাসার অফিস সহকারী কাম হিসাব সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের শূন্য পদে লোক নিয়োগ পরীক্ষা চলছিলো। 

তিনি অভিযোগ করে বলেন, এ সময় মাদরাসার পরিচালনা কমিটির সদস্য নাজমুল হক প্রধান তাকে বলেন, তার চাচা মাহমুদুল হক ও তার মামাতো ভাই হাফিজুর রহমানকে এই দুই পদে নিয়োগ দিতে হবে। ‘নইলে খবর আছে’ বলে চাপ প্রয়োগ করেন। এতে তিনি (অধ্যক্ষ) রাজি না হওয়ায় তিনি (নাজমুল) তার লোকজন নিয়ে এসে অধ্যক্ষের কক্ষে হামলা চালায়। তখন মাদরাসা পরিচালনা কমিটি, মাদরাসার শিক্ষক ও নাজমুল হক প্রধানের লোকজনের মধ্যে ত্রিমুখী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের সহযোগিতায় ঘটনা নিয়ন্ত্রণে আসে। এবং স্থগিত করা হয় শূন্য পদে নিয়োগ পরীক্ষা।

অভিযোগ অস্বীকার করে মাদরাসা পরিচালনা কমিটির সদস্য নাজমুল হক প্রধান বলেন, নিয়োগ সংক্রান্ত বিষয়ে মাদরাসার পরিচালনা কমিটির সিন্ধান্ত ও নিয়োগ কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে মাদরাসা সুপার সাইদুর রহমান সরকার নানা ধরনের অনিয়মের আশ্রয় নেন। এ কারণে তিনি এই নিয়োগ নিয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। 

তিনি আরও বলেন, কিন্তু মাদরাসা সুপার এই মামলাটিকে পাশ কাটিয়ে সুকৌশলে এই নিয়োগ প্রক্রিয়া সম্পাদনের চেষ্টা করেন। এছাড়া নিয়োগ পরীক্ষা চলাকালীন সময়ে একাধিক পরীক্ষার্থী 
অসুদোপায় অবলম্বন নিয়ে নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। যা একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়। খবর পেয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এই নিয়োগ পরীক্ষা স্থগিত করেন। 

ইত্তেফাক/পিও