মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

গুলিবিদ্ধ যুবককে রাস্তায় ফেলে গেলো দুর্বৃত্তরা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২১:১৮

খুলনায় রাকিব হাসান (২৫) নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় ফেলে গেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে নগরীর বাগমারা মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে গুলিবিদ্ধ হওয়ার কারণ জানাতে পারেনি পুলিশ। 

আহত রাকিব পেশায় একজন রাজমিস্ত্রি। সে রূপসা উপজেলার আইচগাতী গ্রামের ভাড়াটিয়া বাসিন্দা আনোয়ার হোসেনর ছেলে। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কুড়াগ্রামে।
 
এলাকাবাসী জানায়, দুপুর সাড়ে ৩টার দিকে দ্রুতগামী একটি মোটরসাইকেলে তিন যুবক নগরীর বাগমারা মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় মাঝখানে থাকা রাকিব হাসানকে ফেলে যায়। যুবকের পিঠের নিচে দুটি গুলির চিহ্ন রয়েছে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

গুলিবিদ্ধ রাকিব জানান, ঘটনাস্থল দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে থাকা দুই যুবক তাকে গুলি করলে তিনি মাটিতে পড়ে যান। তাদের মাথায় হেলমেট থাকার কারণে তাদের চেনা সম্ভব হইনি।
  
রাকিবের মা রাশেদা বেগম জানান, জুতা কেনার কথা বলে সে খুলনায় আসে কিন্তু কেন সে বাজারে না গিয়ে বাগমারা গেল সেটিই আমরা বুঝতে পারছি না।

খুলনা থানার ওসি হাসান আল মামুন বলেন, এক্সরে করে তার রাকিবের শরীরে দুটি গুলি দৃশ্যমান হয়েছে। জরুরি অস্ত্রোপচারের জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এই ঘটনার তদন্তে আমরা কাজ করছি।

ইত্তেফাক/পিও