শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

সম্প্রীতি প্রতিষ্ঠায় মহাত্মা গান্ধীর অহিংস নীতি বাস্তবায়ন করতে হবে: ভারতীয় হাইকমিশনার

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০৩:২২

বাংলাদেশে নিযুক্ত ভারতের  হাইকমিশনার  প্রণয় ভার্মা বলেছেন, হিন্দু হোক কিংবা মুসলিম, সবার রক্ত এক ও অভিন্ন। এই বানী মহাত্মা গান্ধী প্রচার করেছেন। সারা বিশ্বেই আজ অহিংস বাণী প্রচার হচ্ছে। বর্তমান বিশ্বে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি  প্রতিষ্ঠায় মহাত্মা গান্ধীর অহিংসনীতি বাস্তবায়ন করতে হবে। 

গতকাল সোমবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ীর জয়াগ গান্ধী আশ্রম প্রাঙ্গণে মহাত্মা গান্ধীর ৭৫তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রণয় ভার্মা বলেন, মানুষের মধ্যে শান্তির বাণী ছড়াতে নোয়াখালীতে এসেছিলেন মহাত্মা গান্ধী। তিনি অনেকগুলো গ্রামে ঘুরেছেন। অহিংস নীতি প্রচার করেছেন।

গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে  ও গান্ধী আশ্রম ট্রাস্টের নির্বাহী পরিচালক রাহা নব কুমারের সঞ্চালনায়  আলোচনা  বিশেষ অতিথির  বক্তব্য রাখেন, নোয়াখালী-১ আসনের এমপি এইচ এম  ইব্রাহিম, বাংলাদেশ সুপ্রিম কোর্টোর আপিল বিভাগের বিচারপতি (অব.) এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার  মো. শহীদুল ইসলাম প্রমুখ।

 

ইত্তেফাক/ইআ

এ সম্পর্কিত আরও পড়ুন