মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ছেলেকে মারধরে বাধা দেওয়া নারীকে পিটিয়ে হত্যা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৩:০২

সিরাজগঞ্জে গরু চুরির সময় ছেলেকে মারধরে বাধা দেওয়ায় এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সময় তার ছেলে আহত হন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোর উপজেলার পঞ্চ সারোটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সেলিনা বেগম (৪৫) একই এলাকার আমির চানের স্ত্রী এবং আহত তার ছোট ছেলে জুবায়ের।

নিহতের আত্মীয় সাইফুল ইসলাম রিপন জানান, রাতে কে বা কাহারা নসিমন গাড়ি নিয়ে গরুর খামারে চুরি করতে আসে। এ সময় নিহতের ছেলে বুঝতে পেড়ে খামারে গেলে তাকে মারধর করে। এসময় তার মা বাধা দিলে চোরেরা তাকে পিটিয়ে হত্যা করে। এসময় নিহতের ছেলে ও স্বামী চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে চোররা নসিমন রেখে পালিয়ে যায়।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

ইত্তেফাক/আরএজে