মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

যুক্তরাষ্ট্রে আরও থাকতে ট্যুরিস্ট ভিসার আবেদন বলসোনারোর

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৩:৩৫

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো যুক্তরাষ্ট্রে থাকার জন্য ছয় মাসের ট্যুরিস্ট ভিসার আবেদন করেছেন। সোমবার (৩০ জানুয়ারি) বলসোনারোর আইনজীবীর এক ই–মেইল বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায় গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, বলসোনারোকে দেওয়া ভিসা প্রত্যাহার করার জন্য মার্কিন সরকারের উপর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে এই আবেদনটি আসে। বলসোনারোর আইনজীবী ফেলিপ আলেকজান্দ্রে জানিয়েছেন, মার্কিন কর্তৃপক্ষ গত শুক্রবার (২৭ জানুয়ারি) ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের আবেদন গ্রহণ করেছে। আপিলের বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বলসোনারো যুক্তরাষ্ট্রে থাকবেন।

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো যুক্তরাষ্ট্রে থাকার জন্য ছয় মাসের ট্যুরিস্ট ভিসার আবেদন করেছেন।

রয়টার্সের পাঠানো এক ই–মেইলের জবাবে আলেক্সান্দ্রে জানান, 'বলসোনারো কিছু সময় অবসর নেবেন, মাথা ঠান্ডা রাখবেন এবং যুক্তরাষ্ট্রে পর্যটক হিসেবে কয়েক মাস কাটাবেন। এরপর তিনি তার পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেবেন। ছয় মাসের সময়কাল সম্পূর্ণরূপে ব্যবহার করা বলসোনারোর উপর নির্ভর করে। তিনি যদি তার পরিকল্পনা ঠিক করেন, আমরা সে অনুযায়ী কৌশল করব।'

ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, বোলসোনারো টুরিস্ট ভিসার জন্য আবেদন করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, মার্কিন আইনের অধীনে ভিসার রেকর্ডগুলো কঠোরভাবে গোপনীয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর পৃথক ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারে না।

বলসোনারো কিছু সময় অবসর নেবেন, মাথা ঠান্ডা রাখবেন এবং যুক্তরাষ্ট্রে পর্যটক হিসেবে কয়েক মাস কাটাবেন।

গত অক্টোবরে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন লুলা দা সিলভা। প্রেসিডেন্ট হিসেবে বলসোনারোর মেয়াদ ১ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার দুই দিন আগে তিনি ফ্লোরিডায় চলে যান। এরপর দায়িত্ব নেন লুলা দা সিলভা।

বামপন্থী লুলা দা সিলভার কাছে নির্বাচনে পরাজয় মেনে নিতে পারেননি বলসোনারোর উগ্র ডানপন্থী সমর্থকরা। তারা অভিযোগ করেন, বলসোনারোকে কারসাজির মাধ্যমে পরাজিত করা হয়েছে। এজন্য তারা সামরিক বাহিনীর 'হস্তক্ষেপ' চাচ্ছিল।

গত অক্টোবরে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন লুলা দা সিলভা।

এরপর বলসোনারোর সমর্থকরা রোববার (২৯ জানুয়ারি) ব্রাজিলের সংসদ ভবন, কংগ্রেস, প্রেসিডেন্টের প্রাসাদ ও সুপ্রিম কোর্ট ভবনসহ বিভিন্ন সরকারি অফিসে ভাংচুর চালায়। এ ঘটনায় দেশ বিদেশে তীব্র সমালোচনার মুখে পড়েন দক্ষিণপন্থী সাবেক এই প্রেসিডেন্ট।

ব্রাজিলের সুপ্রিম কোর্ট বলসোনারো গণতান্ত্রিক বিরোধী বিক্ষোভে উস্কানি দিয়েছিল কিনা তা তদন্ত করতে সম্মত হয়েছে। এই মাসের শুরুতে, মার্কিন প্রতিনিধি পরিষদের ৪১ জন সদস্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে ব্রাজিলের তদন্তে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দফতর বারবার বলেছে, তার নীতি নির্দিষ্ট ভিসার ক্ষেত্রে আলোচনা করা নয়।

ইত্তেফাক/ডিএস