শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

পাপনেরও একই কথা, ইংল্যান্ড সিরিজের আগেই হেড কোচ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৪:২৯

সিলেটে বিপিএল দেখতে গিয়েছিলেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। কেমন চলছে নিজের চোখে দেখতে গিয়ে হোঁচট খেলে পড়েছিলেন তিনি।

স্টেডিয়ামে ভিআইপি বক্সে ঢোকার সময় ক্রিকেট ভবনের সিঁড়িতে গুঁতো খেয়ে পড়ে যান বিসিবি সভাপতি। ভাগ্যভালো, গুরুতর কিছু হয়নি। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান। তবে পাপন বলেছেন অসাবধানতাবশত পড়ে গিয়েছিলেন তিনি।

খেলার মাঠে গিয়েছেন বিবিসি বস, আর সংবাদিকদের সঙ্গে কথা না বলে চলে আসবেন তা কি হয়। সন্ধ্যায় বিসিবি সভাপতি সাংবাদিকের প্রশ্নের জবাবে জানিয়েছেন ইংল্যান্ড সিরিজের আগেই জাতীয় ক্রিকেট দলের হেড কোচ এসে যাবেন। কিন্তু কোচের নাম প্রকাশে মুখ খুলতে রাজি হননি পাপন।

তিনি বলেন,‘১৮-২০ ফেব্রুয়ারি নতুন কোচে এসে যাবে।’ হাতুরুসিংহে আসবেন কি না, জানতে চাইলে পালটা প্রশ্ন করেন পাপন-‘আমি তো নাম বলিনি । আপনারা নাম পেলেন কোথায়। সময় মতো আমরা জানিয়ে দেব।’

ইত্তেফাক/এসএস