মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ঘুমের মধ্যে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৫:০২

ঝিনাইদহের কালীগঞ্জে নিজ ঘরে আগুনে পুড়ে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বরে জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রাবেয়া বেগম একই গ্রামের ফকির আলী বিশ্বাসের স্ত্রী।

কালীগঞ্জ ফায়ার সাভিসের কর্মকর্তা মামুনুর রশীদ জানান, সোমবার রাতে ওই বৃদ্ধার তার বসত বাড়িতে ঘরে একাই ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে মসার কয়েল থেকে তার ঘরে আগুন লেগে সম্পূর্ণ বাড়ি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে থেকে ওই বৃদ্ধাকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে লাশ পুলিশের কাছে হস্তান্তর করে।

 

ইত্তেফাক/আরএজে