চন্ডিকা হাথুরুসিংহে যে আবার বাংলাদেশের হেড কোচের দায়িত্বে আসছেন এই নিয়ে বেশ জোর গুঞ্জন শোনা গেছে বিগত কয়েকদিন ধরে। রাসেল ডোমিঙ্গো পদত্যাগ করার পর থেকেই বাংলাদেশের হেড কোচ নিয়ে হাথুরুসিংহের নামই শোনা গেছে বেশি। এবার মনে হচ্ছে সত্যি হতে যাচ্ছে সেই গুঞ্জনই।
হাথুরুসিংহকে নিয়ে যখন গুঞ্জন উঠেছিলো তখনই শোনা যায় নিজের বর্তমান দল নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্বেই থাকছেন হাথুরুসিংহে। তবে এরই মধ্যে মঙ্গলবার (৩১ জানুয়ারি) সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন টাইগারদের সদাবেক গুরু। তাহলে কি বাংলাদেশের দায়িত্ব নিতেই সাউথ ওয়েলসের পদ ছাড়লেন শ্রীলঙ্কান এই কোচ।
নিউ সাউথ ওয়েলসের প্রধান মাইকেল ক্লিঞ্জার নিশ্চিত করেছেন হাথুরুসিংহের দায়িত্ব ছাড়ার বিষয়টি। শ্রীলঙ্কান এই কোচকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘ক্রিকেট নিউ সাউথ ওয়েলস ও সিডনি থান্ডারের সঙ্গে গত দুটি বছর চমৎকার অবদান রেখেছেন চন্ডিকা। তাকে চলে যেতে দেখে আমরা দুঃখিত। কিন্তু আমরা বুঝি তার আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ের প্রবল স্পৃহার কথা এবং তার কোচিং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য শুভ কামনা।’
মাইকেল ক্লিঞ্জার আকারে ইঙ্গিতে আরও বুঝিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতেই সাউথ ওয়েলসের দায়িত্ব ছাড়ছেন হাথুরুসিংহে। তিনি বলেন, ‘আমরা বুঝে গেছি হাথুরুর মনে ও মাথায় আন্তর্জাতিক ক্রিকেটে কোচিং করানোর চিন্তা ও ইচ্ছে আছে। তাই তিনি নিউ সাউথ ওয়েলস থেকে সরে দাঁড়াচ্ছেন।’
টাইগারদের হেড কোচের দায়িত্ব নেওয়ার গুঞ্জন, এরই মধ্যে ছাড়লেন সাউথ ওয়েলসের দায়িত্ব। তাহলে কি বাংলাদেশের কোচ হিসেবেই আবার দেখা যাবে হাথুরুসিংহকে?