মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

টিকে থাকতে ঢাকার প্রয়োজন ১৫৭

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৭:৪৩

জিততে পারলে কাগজে কলমে টিকে থাকবে বিপিএলের শেষ চারের আশা। আর জিততে হলে ফরচুন বরিশালের বিপক্ষে ১৫৭ রান করতে হবে নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্সকে। এদিকে, ঢাকার বিপক্ষে আজ জয় তুলে নিয়ে সুপার ফোর নিশ্চিত করতে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করেছে বরিশাল। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর ১টা ৩০ মিনিটে মুখোমুখি হয় ঢাকা ডমিনেটর্স ও ফরচুন বরিশাল। টস জিতে ঢাকাকে বোলিংয়ে আমন্ত্রণ জানান বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

ব্যাটিংয়ে নেমে শুরুতে ভালোর ইঙ্গিত দিলেও তেমন ভালো করতে পারেনি বরিশাল। ১৫ রান করে ওপেনার সাইফ হাসান যখন আউট হন তখন বরিশালের রান ৪২। এরপরই ধাক্কা খায় বরিশাল। সাকিবকে ৫ রানেই ফেরান মুক্তার আলি। ইফতিখার আহমেদ আর ইব্রাহিম জাদরানও ফেরেন দ্রুত। ৬৪ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়া বরিশালকে ট্র্যাকে ফেরান এনামুল হক বিজয় আর মাহমুদুল্লাহ রিয়াদ। 

এরপর বিজয়ের ৪২ আর রিয়াদের ৩৯ রানে ভর করেই লড়াকু সংগ্রহের দিকে এগিয়ে যায় বরিশাল। শেষদিকে করিম জানাতের ৫ বলে ১৭ রানের ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে ঢাকা।

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন