শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

বীর মুক্তিযোদ্ধাকে হত্যা: বিচারের দাবিতে লালমনিরহাটে বিক্ষোভ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৫:৪১

লালমনিরহাটের পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা সার বীজ, কীটনাশক ব্যবসায়ীরা। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে পশ্চিম চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে ব্যবসায়ীরা একে বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান সড়ক ঘুরে যাত্রা স্থানে গিয়ে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সার বীজ ও কীটনাশক ব্যবসায়ী সীমিতির সভাপতি সন্জিব কুমার সাহা, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, নাগরিক সমাজের সদস্য আহসানুল হক, বিসি আই সি ডিলার সফিকার রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব বেলাল, সাবেক ছাত্র নেতা আক্তারুল ইসলাম, সার ব্যবসায়ী রাবিউল ইসলাম প্রমুখ।   

এদিকে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মুল আসামি নাহিদুজ্জামান বাবুকে ২৯ জানুয়ারি রাতে দহগ্রাম সীমান্ত থেকে পাটগ্রাম থানা গ্রেপ্তার করে। ৩০ জানুয়ারি ১৬৪ ধারায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জবানবন্দী দিয়ে আদালতে পাঠানো হয়। হত্যা সঙ্গে জড়িত অন্য আসামি গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজকে এই প্রতিবাদ।

গ্রেপ্তার আলমগীর হোসেন আব্দুল্লাহ নিউ পূর্বপাড়ার মৃত আব্দুল মতিনের ছেলে

উল্লেখ্য, ২০ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম পৌরসভা এলাকার নিউ পূর্বপাড়ার নিজ বাসায় যাওয়ার পথে ওয়াজেদ আলী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। তিনি পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক জেলা ডেপুটি কমান্ডার, পাটগ্রাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) ও ফাতেমা প্রি-ক্যাডেট অ্যান্ড কিন্ডারগার্টেনের পরিচালক।

এ ঘটনার পরদিন  ২১ জানুয়ারি রাতে নিহতের ছেলে রিফাত হাসান বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা করেন।

ইত্তেফাক/আরএজে