মাঠের খেলা আর পয়েন্ট টেবিলের দিকে তাকিয়ে আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হলেও কাগজে কলমে এখন টিকে রইলো ঢাকা ডমিনেটর্সের পরের পর্বে যাওয়ার আশা। বরিশালকে ৫ উইকেটে হারিয়ে সুপার ফোরে যাওয়ার নিভু নিভু আশার প্রদীপ জ্বেলে রাখলো নাসির হোসেনের দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর ১টা ৩০ মিনিটে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামে ঢাকা ডমিনেটর্স। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেই বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নেমে ঢাকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রানের মাঝারি সংগ্রহ পায় বরিশাল।
১৫৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৭ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় ঢাকা ঢাকা ডমিনেটর্স। ব্যাট করতে নেমে দুই ওপেনার সৌম্য সরকার আর মোহাম্মদ মিথুন মিলে দুর্দান্ত সূচনা এনে দেন ঢাকাকে। তাদের উদ্বোধনী জুটিতেই ওঠে ৭৪ রান। ঢাকার জয়ের ভিত গড়ে দিয়ে ৩৭ রানে আউট হন সৌম্য।
সৌম্য ফিরলেও নিজের ফিফটি তুলে দলকে জয়ের দিকে আরও একটু এগিয়ে নেন মিথুন। ৩৬ বলে ৫৪ রান করে দলীয় ১০৩ রানে আউট হন মিথুন।
মাঝে আব্দুল্লাহ আল মামুন, অ্যালেক্স ব্লেইক আর আরিফুল হক আউট হলেও অধিনায়ক নাসির হোসেনের ১৬ বলে ২০ রানের ঝড়ো ইনিংসে জয় নিশ্চিত হয় ঢাকার।
এই জয়ে ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ উপরে উঠে এলো ঢাকা ডমিনেটর্স। আর ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়েই থাকছে বরিশাল।
আজ জিতলে সুপার ফোর নিশ্চিত হয়ে যেত বরিশালের। তবে ঢাকার কাছে হেরে যাওয়ায় শেষ চার নিশ্চিত করতে আরেকটু অপেক্ষায় থাকতে হচ্ছে সাকিব আল হাসানের দলকে।