টানা ষষ্ঠ জয়ের লক্ষ্যে খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে, কুমিল্লার বিপক্ষে নিজেদের হারের বৃত্ত ভাঙতেই মাঠে নামবে খুলনা টাইগার্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর খুলনা টাইগার্স। টস জিতে খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।
চলতি বিপিএলে নিজেদের প্রথম তিন ম্যাচে টানা হারের পর টানা পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের সুবিধাজনক অবস্থানে রয়েছে কুমিল্লা। ইমরুল-লিটনদের দল আজ মাঠে নামবে টানা ষষ্ঠ জয় তুলে সুপার ফোর নিশ্চিতের দিকে আরেকটু এগিয়ে যেতে।
অন্যদিকে, এবারের বিপিএলে খুব একটা ভালো সময় যাচ্ছে না খুলনা টাইগার্সের। নিজেদের ৮ ম্যাচে মাত্র ২ জয় নিয়ে খুলনা আছে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে।
খুলনা টাইগার্স একাদশ: শাই হোপ (অধিনায়ক), তামিম ইকবাল, ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল হাসান জয়, আজম খান, মার্ক দয়াল, আমাদ ভাট, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, শফিকুল ইসলাম।