বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

শ্যালকের অস্ত্রের আঘাতে ভগ্নিপতি খুন

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৯:৪২

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শ্যালক আল আমিন (৩০) এর অস্ত্রের আঘাতে ভগ্নিপতি আব্দুস ছাত্তার (৫৫) খুন হয়েছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার সিধলা ইউনিয়নের আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি তারাকান্দা থানার বিষ্কা ইউনিয়নের হাঁসুয়াকান্দা গ্রামের মৃত সামির উদ্দিনের ছেলে। তিনি ৪০ বছর যাবত শ্বশুড়বাড়িতে ঘরজামাই থাকতেন। ঘাতক শ্যালক আলামিন মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় একজন দর্জি। ঘাতক কিছুদিন যাবত মানসিক ভারসাম্যহীন ছিলেন।

নিহতের স্ত্রী ফিরোজা আক্তার জানান, আমার বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে আমার বাবার বাড়িতে থাকি। আমার তিন ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। তিনি আরও জানান, তার স্বামী ঘরের বারান্দায় বসে থাকার সময় হঠাৎ আলামিন একটি কিরিচ নিয়ে তার স্বামীর পেটে ডুকিয়ে দেন। এবং একের পর এক আঘাত করতে থাকে। একপর্যায়ে চিৎকার দিতে থাকলে ঘাতক পালিয়ে যান। আমার ভাই আমার স্বামীকে এভাবে মাইরা ফালাইব আমার জানা ছিলো না আমার স্বামী হত্যার বিচার চাই।

গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক আলামিন কয়েক বছর যাবত মানসিক ভারসাম্যহীন থাকায় চিকিৎসাধীন ছিলো। ঘটনার পরপরই ঘাতক পলাতক। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

ইত্তেফাক/পিও