মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

শান্তিচুক্তি বাস্তবায়নে বাধা ভূমি সমস্যার নিষ্পত্তি: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৫

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, শান্তিচুক্তির আগে পার্বত্য অঞ্চলের মানুষ পূর্ণিমা রাতের চাঁদ দেখেনি। মনখুলে ধর্ম পালনও করতে পারেনি। শান্তিচুক্তি বাস্তবায়নে কোনো ঘটতি নেই। এটি চলমান প্রক্রিয়া। এক্ষেত্রে বড় বাধা ভূমি সমস্যার নিষ্পত্তি। গতকাল এফডিসিতে আয়োজিত পার্বত্য বিতর্ক উৎসব-২০২৩-এর গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা—ব্র্যাক ও ডিবেট ফর ডেমোক্রেসি যৌথভাবে এই বিতর্কের আয়োজন করে।

পার্বত্য বিতর্ক উৎসব-২০২৩-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠান

অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সভাপতিত্ব করেন ব্র্যাক এডুকেশন প্রোগ্রামের পরিচালক সাফি রহমান খান। ব্র্যাক ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ আয়োজনে এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহযোগিতায় আয়োজিত গ্র্যান্ড ফাইনালে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে রাঙ্গামাটির মোনঘর আবাসিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির প্রধান প্রফুল্ল চন্দ্র বর্মণ। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে পুরস্কার হিসেবে ক্রেস্ট, ট্রফি ও সার্টিফিকেটসহ যথাক্রমে নগদ ৩০ হাজার ও ২০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য বিতর্ক উৎসবের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের জন্য ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা প্রদান করেন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সিনিয়র সাংবাদিক আবুল খায়ের, সাংবাদিক ইশরাত জাহান উর্মি, সাংবাদিক পার্থ সঞ্জয় ও সাংবাদিক নীল মাহাবুব।

ইত্তেফাক/ইআ