শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

যুক্তরাষ্ট্রের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেছেন বোলসোনারো

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৫

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারো যুক্তরাষ্ট্রে আরো কিছুদিন থাকার উদ্দেশ্যে ছয় মাসের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

শুক্রবার সাবেক এ প্রেসিডেন্টের আবেদন যুক্তরাষ্ট্র গ্রহণ করেছে বলে সোমবার বোলসোনারোর আইনজীবী ফিলিপে আলেকজান্ডার জানিয়েছেন। আবেদন বিবেচনাধীন থাকাকালে বোলসোনারো যুক্তরাষ্ট্রেই অবস্থান করবেন বলে জানিয়েছেন তিনি।

আইনজীবী ফিলিপে আলেকজান্ডার বলেন, ‘তিনি আরোও কিছু দিন অবকাশে থাকতে চান। পরবর্তী পদক্ষেপ কী হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি মাথা থেকে চিন্তা ঝেড়ে ফেলে পর্যটক হিসেবে যুক্তরাষ্ট্রে কয়েক মাস উপভোগ করতে চান। পুরো ছয় মাস ব্যবহার করবেন কি না, এটি তার ওপর নির্ভর করছে। তার পরিকল্পনা তৈরি হলে সেগুলোর ওপর ভিত্তি করে আমরা পরবর্তী কৌশল ঠিক করব।’ 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ভিসা রেকর্ড গোপনীয় বিষয়, তাই কোনো একজনের ভিসার বিষয় নিয়ে মন্ত্রণালয় আলোচনা করতে পারবে না। 

১ জানুয়ারি নিজের প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার দুই দিন আগে কট্টর ডানপন্থি বোলসোনারো ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চলে যান। তার মেয়াদ শেষ হওয়ার পর নবনির্বাচিত লুয়িজ ইনাসিও লুলা দ্য সিলভা প্রেসিডেন্টের দায়িত্ব নেন।

ইত্তেফাক/এএইচপি