পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড.শামসুল আলম বলেছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার আন্তরিক।
তিনি বলেন, আমরা হারিকেন দিয়ে লেখাপড়া করেছি তোমরা বিদ্যুতের আলোতে লেখাপড়া করছো। আমরা নৌকা দিয়ে স্কুলে গিয়েছিলাম, তোমরা পাকা রাস্তা দিয়ে স্কুলে যাও। সবমিলিয়ে বলতে গেলে, আমরা একটি সোনালি সময় অতিক্রম করছি। সরকারের আন্তরিকতায় শিক্ষার বিস্তার ঘটেছে। মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তলব উত্তর উপজেলার লুধুয়া হাই স্কুল অ্যান্ড কলেজের নবীন বরন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।
অধ্যাপক ড. শামসুল আলম বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীরা অত্যন্ত ভাগ্যবান। তোমরা এমন এক সময় এই বাংলাদেশে বসবাস করছ যখন বাঙালি জাতি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে জ্ঞান বিজ্ঞানে নিজেদেরকে প্রতিযোগী করে তুলেছে।
তিনি বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদেরকে বই ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের জন্য চিন্তা করতে হয় না। প্রধানমন্ত্রী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দর সুন্দর একাডেমিক ভবন নির্মাণ করে দিচ্ছে। যাতে করে শিক্ষার্থীরা ভালোভাবে পড়ালেখা করতে পারে।
প্রতিমন্ত্রী বলেন, বাঙালি জাতীর গৌরবউজ্বল ইতিহাস ঐতিহ্যকে বুকে লালন করে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যেতে হবে। হাল ধরতে হবে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের।
কলেজের অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক কামরুজ্জামান শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য আল মামুন সরকার, আওয়ামী লীগের উপ কমিটির সদস্য কাজী মিজানুর রহমান, বিশিষ্ট চিকিৎসক ডা. এমদাদুল হক মানিক প্রমুখ।