বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ট্রাক্টরচাপায় পথচারী নিহত, গাছ ফেলে সড়ক অবরোধ  

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৮

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাটিবাহী ট্রাক্টরচাপায় এক পথচারী নিহত হন। এ ঘটনায় স্থানীয়রা সড়কে গাছ ফেলে ঘণ্টাখানিক হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। বুধবার (১ ফ্রেরুয়ারি) বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মো. হান্নান মিয়া (২৫) হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিনচর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল জানান, সকালে হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা থেকে নেমে হান্নান মিয়া রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী মাটিবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। 

ওসি জানান, এ ঘটনায় স্থানীয় বিক্ষোভদ্ধ জনতা হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্স সার্ভিস ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার সঙ্গে কথা বলে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।  

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আরিফউজ্জামান আরিফ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে এসেছি।

 

ইত্তেফাক/আরএজে