সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

নন্দীগ্রামে এক কেন্দ্রে ৩ ঘণ্টায় ভোট পড়েছে ১২ শতাংশ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১১

বিএনপির সংসদ সদস্য পদত্যাগ করায় শূন্য হওয়া বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের উপ নির্বাচন চলছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া নন্দীগ্রামের রিধইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে তিন ঘণ্টায় ভোট পড়েছে ১২ শতাংশ।

ভোট গ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তবে এ আসনের ভোটার উপস্থিতি একেবারেই কম।

রিধইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাকারিয়া ইসলাম বলেন, ভোটকেন্দ্রটি গুরুত্বপূর্ণ। কিন্তু ভোটার উপস্থতি একেবারেই কম। দুপুর আড়াইটার পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে ৩১০টি। আশা করছি বিকেলে ভোটার উপস্থতি বাড়তে শুরু করবে।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে দুপুর পর্যন্ত উপজেলার রিধইল সরকারি বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে ৩১০ ও বুথের সংখ্যা ৬টি। এই কেন্দ্রে ভোটার রয়েছেন দুই হাজার ৪১০ জন। এটি ওই কেন্দ্রে মোট ভোটের ১২ দশমিক ছয় শতাংশ।

বিএনপির শূন্য হওয়া এই উপনির্বাচনে ৯ প্রার্থী থাকলেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এই আসনে কোনো প্রার্থী দেয়নি। এই আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন ১৪ দলীয় জোটের মনোনীত জেলা জাসদের সভাপতি সাবেক এমপি একেএম রেজাউল করিম তানসেন (মশাল), সাবেক মেয়র ও সাবেক বিএনপি নেতা কামরুল হাসান সিদ্দিকী জুয়েল (কুড়াল), কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহীন মোস্তফা কামাল (লাঙ্গল), জাকের পার্টির আব্দুর রশিদ সরদার (গোলাপ ফুল), বাংলাদেশ কংগ্রেস পার্টির তাজ উদ্দিন মন্ডল (ডাব), সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আশরাফুল হোসেন হিরো আলম (একতারা), স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ইলিয়াস আলী (কলার ছড়ি), গোলাম মোস্তফা (দালান), মুশফিকুর রহমান কাজল (ট্রাক)।

ইত্তেফাক/আরএজে