প্রধানমন্ত্রীর স্বপ্ন ‘আমার গ্রাম, আমার শহর’ বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে ‘স্বপ্নযাত্রা’ নামের অ্যাম্বুলেন্স সেবা।
এরই অংশ হিসেবে সোমবার (৩০ জানুয়ারি) রায়পুর উপজেলার সোনাপুর ও চরপাতা ইউনিয়ন পরিষদে ১৬তম স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন।
জেলা প্রশাসক কার্যালয় জানায়, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং স্বল্প খরচে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘স্বপ্নযাত্রা’ অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। অ্যাপসের মাধ্যমে সহজেই মানুষ এ সেবা নিতে পারবেন। সে জন্য গুগল প্লে স্টোরে দেওয়া হয়েছে স্বপ্নযাত্রা নামের একটি অ্যাপস। যা ডাউনলোড করে সেবার বিস্তারিত তথ্য জানা যাবে। জেলার পাঁচ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইতোমধ্যে ১৬টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। সরবরাহকৃত অ্যাম্বুলেন্সগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়ন ও পার্শ্ববর্তী প্রত্যন্ত এলাকার মুমূর্ষু রোগীদের যথাসময়ে চিকিৎসা কেন্দ্রে পৌঁছানোসহ স্বাস্থ্য সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, গ্রামের মানুষ শহরে গিয়ে সেবা গ্রহণ এবং মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্বল্প খরচে অ্যাপস ভিত্তিক এ অ্যাম্বুলেন্স সেবায় উপকৃত হচ্ছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ। এখন অটোরিকশা বা ইজিবাইকের বদলে অ্যাম্বুলেন্সের মাধ্যমে দ্রুত ও নিরাপদে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে পারছেন গ্রামাঞ্চলের জনগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লক্ষ্মীপুর আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন, বিশেষ অতিথি হিসেবে লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর এ আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।