বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ভারতের ভিসার অপেক্ষায় খাজা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১২

ভিসা জটিলতায় ভারত সফরে বিলম্ব হচ্ছে অস্ট্রেলিয়া ওপেনার উসমান খাজা। ধারনা করা হচ্ছে, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হতে পারবেন খাজা।

ভারতের সফরের জন্য দুই ভাগে ভাগ হয়ে ইতোমধ্যে দেশ ছেড়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার-স্টাফরা। ভারতের ভিসা না পাওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি খাজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে খাজা লিখেছেন, ‘ভারতে যেতে ভিসার অপেক্ষায় আছি।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Usman Khawaja (@usman_khawajy)

সদ্যই অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিতেছেন খাজা। পাকিস্তানে জন্ম নিলেও অস্ট্রেলিয়ার নাগরিক খাজা। ২০১৩ ও ২০১৭ সালে টেস্ট দলের সঙ্গে ভারত সফর করেছেন তিনি। এর আগেও ভারত সফরে ভিসা জটিলতায় পড়েছিলেন খাজা। ২০১১ সালে নিউ সাউথ ওয়েলসের হয়ে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য খাজার ভিসা প্রত্যাখ্যান করেছিলো ভারতীয় হাইকমিশন।

উসমান খাজা

অস্ট্রেলিয়ার টপ-অর্ডারে গুরুত্বপূর্ণ সদস্য খাজা। কিন্তু এখনও ভারতের মাটিতে টেস্ট খেলার সুযোগ পাননি তিনি। ২০২২ সালের প্রথম দিনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে দলে ফিরে রানের বন্যা বইয়ে দিয়েছেন এই বাঁ-হাতি ব্যাটার। প্রায় ৮০ গড়ে পাঁচটি সেঞ্চুরিতে ১২৭৫ রান করেছেন খাজা। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ব্যাঙ্গালুরুতে চার দিনের অনুশীলন ক্যাম্প করবে অস্ট্রেলিয়া।  

ছবি: সংগৃহীত

ইত্তেফাক/জেডএইচ