ফরিদপুরের চরভদ্রাসনে জমিসংক্রান্ত বিরোধে চাচাতো ভাই ওহাব মোল্লা (৪০) কে কুপিয়ে হত্যা ও অপর ভাইকে জখম করা হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের মধ্য শালেপুর ৫ নম্বর ওয়ার্ডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নিজেদের মধ্যে ফসলি জমির সরিষা ভাগাভাগি করাকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তির নাম ইমারত মোল্যা (৩৩)। তারা উভয়েই ওই ইউনিয়নের পশ্চিম শালিপুর গ্রামের বাসিন্দা মৃত বারেক মোল্যার ছেলে।
চর হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ূন সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ূন সেখ বলেন, মধ্য শালিপুর গ্রামের বাসিন্দা খালেক মোল্যার ছেলে আইয়ূব মোল্যা (৩৫), বক্কার মোল্যা (৩৩) ও মাসুদ মোল্যা (৩১) এর সঙ্গে শরিকের জমি নিয়ে দীর্ঘদিন ধরে ওহাবদের বিরোধ ছিলো। এরা সম্পর্কে চাচাতো ভাই। ঘটনার সময় ওহাব ও তার ভাই ইমারত তাদের ভাগের অংশের সরিষা কাটতে গেলে ওই তিন চাচাতো ভাই এসে বাধা দেয়। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ওই তিন ভাই দেশীয় অস্ত্র দিয়ে ওহাব ও ইমারতকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ওহাব মারা যায়। ইমারতকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুরে জেলা হাসপাতালে পাঠায় এলাকাবাসী।
চরভদ্রাসন থানা পরিদর্শক মিন্টু মণ্ডল এ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনার খবর পেয়ে তারা ঘটানাস্থল থেকে ওহাবের লাশ উদ্ধার করেছেন। এবং এ হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।