শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

লামিচানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৭

ধর্ষণের মামলা থেকে জামিনে পাওয়ার পর সন্দীপ লামিচানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। লামিচানের বিপক্ষে ধর্ষণের অভিযোগ এনে গেল বছর সেপ্টেম্বরে কাঠমান্ডু পুলিশ স্টেশনে মামলা করেছিলেন ১৭ বছর বয়সী একজন তরুণী। এরপর গত বছরের ৬ অক্টোবর গ্রেফতার হয়ে এ বছরের জানুয়ারি পর্যন্ত জেল খাটেন ২২ বছর বয়সী লামিচানে।

সন্দীপ লামিচানে

জামিনে মুক্তি পাওয়ায় নেপালের সাবেক অধিনায়ক লামিচানের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে সিএএন। এতে ক্রিকেট মাঠে ফিরতে আর কোন বাঁধা নেই তার। ঘরের মাঠে এ মাসেই নেপালের আসন্ন ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ ত্রিদেশীয় সিরিজে নামিবিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন লেগ-স্পিনার লামিচানে।

বিশ্ব ক্রিকেটে নেপালের সবচেয়ে হাই-প্রোফাইল ক্রিকেটার হিসেবেই পরিচিত লামিচানে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল, বিবিএল, পিএসএল, বিপিএল এবং সিপিএলসহ বিশ্বের বেশিরভাগ টি-টোয়েন্টি লিগে খেলেছেন তিনি। বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ওয়ানডেতে ৫০ উইকেট এবং তৃতীয় দ্রুততম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নেন লামিচানে। দেশের হয়ে ৩০টি ওয়ানডে ও ৪৪টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন