শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

আলভেজের কাছে ডিভোর্স চেয়েছেন তার স্ত্রী

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৬

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তারের পর বর্তমানে কারাগারে আছেন ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেজ। গ্রেপ্তার হওয়ার পর পরই আলভেজের সঙ্গে চুক্তি বাতিল করেছিলো মেক্সিকান ক্লাব পুমাস। কারাগারে থাকা অবস্থায় আরও বড় দুঃসংবাদ পেলেন আলভেজ। 

দানি আলভেজের কাছে ডিভোর্স চেয়েছেন আলভেজের স্ত্রী জোয়ানা স্যাঞ্জ। আলভেজ গ্রেপ্তার হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন স্যাঞ্জ। মূলত আলভেজের বিশ্বাসঘাতকতার কারণেই এ সিদ্ধান্ত নিচ্ছেন স্যাঞ্জ। 

 আলভেজকে বাঁচাতে আদালতে সাক্ষ্য দিয়েছিলেন স্যাঞ্জ। সেই সাক্ষ্য দেওয়ার ব্যাপারে আক্ষেপ প্রকাশ করেছেন স্যাঞ্জ। এই ব্যাপারে স্প্যানিশ সাংবাদিক লেটিসিয়া রেকুয়েজো বলেন, ‘আলভেজের দোষ থাকুক কিংবা না থাকুক, তা নিয়ে মাথাব্যথা নেই স্যাঞ্জের। আলভেজকে রক্ষা করতে শুরুতে জোয়ানা যে সাক্ষ্য দিয়েছিলেন, তার জন্য আফসোসও করছেন তিনি। মূলত আলভেজের আইনজীবীর চাপে পড়ে এমন বক্তব্য দিয়েছিলেন স্যাঞ্জ।’

সূত্র: মার্কা 

 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন