কক্সবাজারের টেকনাফে জমির বিরোধের জেরে ছোট ভাইকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত বড় ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার সদরের ঝিলংজার মুহুরিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৫'র সদস্যরা।
বিকেল সাড়ে ৫টার দিকে প্রেস ব্রিফিংয়ে র্যাব-১৫'র সিনিয়র সহকারী পরিচালক (ল’অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার মো. ইউনুছ (৬০) টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ (পশ্চিম-উত্তরপাড়া) ৮ নম্বার ওয়ার্ডের মৃত মকবুল আহম্মদের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম ও উত্তরপাড়া এলাকায় পারিবারিক জমির বিরোধ চলছিল বড় ভাই ইউনুছ (প্রকাশ) হপ্পি ইউনুছ ও ছোট ভাই হোছনের মাঝে। এ নিয়ে ২৮ জানুয়ারি সন্ধ্যায় হোছেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বড় ভাই। কথা কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে বড় ভাই ইউনুছ, তার ছেলে ও তাদের লোকজনরা মো. হোছনের ওপর হামলা করেন। এসময় তারা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হোছনকে জখম করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, হত্যার ঘটনায় নিহত হোসেনের স্ত্রী আম্বিয়া খাতুন বাদী হয়ে নিহতের বড় ভাই ইউনুছ, তার ছেলে ওসমান গনি ও ভাতিজা ইউছুফসহ অজ্ঞাত কয়েকজকে আসামি করে টেকনাফ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর আত্মগোপনে চলে যাওয়া আসামিদের ধরতে র্যাব-১৫ নানা কৌশলে গোয়েন্দা তৎপরতা বাড়ায়। পরে মামলার প্রধান আসামি ইউনুছ কক্সবাজার সদরের ঝিলংজা মুহুরিপাড়ায় অবস্থান করছেন এমন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন র্যাব সদস্যরা।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ইউনুছকে টেকনাফ থানায় হস্তান্তর ও অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে র্যাব।