রাজধানীর উত্তরায় একটি বায়িং হাউস থেকে মাহাবুল হাসান (২৬) নামে একজন কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় লাশের পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উত্তরা ৩ নম্বর সেক্টরের ৬ রোডের ওই বায়িং হাউস থেকে লাশটি উদ্ধার করা হয়।
মাহাবুল হাসান ওই বায়িং হাউসে চাকরি করতেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুষ্টিয়া গ্রামের ফিরোজ আহমেদের ছেলে। দক্ষিণখান মোল্লারটেকের একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
পুলিশ জানান, বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে যে কোনো সময় বায়িং হাউসের সিলিং ফ্যানের সঙ্গে বৈদ্যুতিক তার গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন মাহাবুল হাসান। এ সময় সেখান থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা ছিল—আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ আলম বলেন, পারিবারিক অভাব-অনটনে ছিলেন মাহাবুল হাসান। তিনি বিদেশে গিয়েছিলেন। এ নিয়ে বাবার অনেক টাকা খরচ করছেন। যার কারণে নিজেই নিজেকে অপরাধী মনে করে আত্মহত্যা করেছেন।
তিনি অরো বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।