সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ভিআইপিতে চলছে ডাম্পিং ডাউন

মোংলা ইপিজেডের আগুন এখনো নেভেনি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪৭

মোংলা ইপিজেডের ভিআইপি লাগেজ ফ্যাক্টরিতে এখন চলছে ডাম্পিং ডাউনের কাজ। এস্কেভেটর দিয়ে পোড়া স্তুপ সরাতে গিয়ে এখনো আগুনের অস্তিত্ব পাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

বিভিন্ন জায়গায় এখনো আগুন থাকায় সেগুলো পুরোপুরি নেভাতে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিনভর সময় লাগতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরবেজ আলী বলেন, বৃহস্পতিবার সকাল থেকে আমরা ফ্যাক্টরিটিতে ডাম্পিং ডাউনের কাজ করছি। এটি করতে গিয়ে দেখছি এখনো বিভিন্ন জায়গায় আগুন রয়েছে। সুতরাং আগুন যে পুরোপুরি নিভে গেছে সেটি আমরা এখনও বলতে পারছি না। তবে আজ বৃহস্পতিবার পুরো দিনই লাগবে হয়তো ফায়ার আউট করতে।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে মোংলা ইপিজেডের ভিআইপি লাগেজ ফ্যাক্টরিতে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে দাবি ফ্যাক্টরি কর্তৃপক্ষের। এ আগুনে ফ্যাক্টরির ১৫০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে থানায় করা ডায়েরিতে উল্লেখ করেছেন ভিআইপি কর্তৃপক্ষ।

ইত্তেফাক/এসকে