আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই আমন্ত্রণ জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন একথা জানান। তিনি বলেন, নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলনে শেখ হাসিনার যোগ দেওয়ার সম্ভাবনাও আছে।
এর আগে আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফর নিয়ে আলাপ করার পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন তিনি।
মুখপাত্র জানান, আগামীকাল শনিবার দুই দিনের সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল। সফরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকগুলোতে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুততর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
মুখপাত্র সেহেলী সাবরীন জানান, বেলজিয়ামের রাণী মাটিল্ডা আগামী সোমবার তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ‘অ্যাডভোকেটের’ হিসেবে এ সফরে আসছেন রাণী। এই সফরে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।
এছাড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, একটি পোশাক কারখানা এবং স্থানীয় স্কুল এবং বন্যার সঙ্গে সম্পর্কিত প্রকল্প পরিদর্শন করবেন।