মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চবি চারুকলা ইন্সটিটিউট

১ মাস সশরীরে ক্লাস ও পরীক্ষা বন্ধ, শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগের নির্দেশ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:২৯

একাডেমিক ভবন ও হোস্টেল সংস্কার কাজের জন্য আগামী এক মাস সশরীরে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইন্সটিটিউটে।  

শিক্ষার্থীদের বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত ১০টার মধ্যে ক্যাম্পাস ও ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেয় প্রশাসন। তবে অনলাইনে ক্লাস চলবে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৫৪২তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া দৈনিক ইত্তেফাককে বলেন, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৪২তম জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী চলমান উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে চারুকলা ইন্সটিটিউটের একাডেমিক ভবন, আবাসিক হোস্টেল ও অন্যান্য সামগ্রিক কাঠামোগত উন্নয়ন ও মেরামতের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত সশরীরে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। 

এর আগে মূল ক্যাম্পাসে ফেরাসহ ২২ দফা দাবিতে ২০২২ সালের ২ নভেম্বর আন্দোলন শুরু করে চারুকলার শিক্ষার্থীরা। ৮২ দিন আন্দোলনের পর গত ২৩ জানুয়ারি ক্লাসে ফেরে তারা। সাত দিনের আল্টিমেটাম শেষে গত ৩১ জানুয়ারি থেকে ফের আন্দোলনে নামে শিক্ষার্থীরা। 

এদিকে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় পুলিশের সহায়তায় চারুকলায় অভিযান চালায় প্রক্টরিয়াল বডি। এ সময় ছাত্রদের হোস্টেল থেকে মাদক উদ্ধার ও এক ছাত্রীকে আটক করা হয়।

ইত্তেফাক/এমএএম