শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

পেশোয়ারে মসজিদে হামলা

‘হামলাকারী সেদিন পুলিশের ইউনিফর্ম পরেই ঢুকেছিল’

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩০

পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইনস এলাকার মধ্যে একটি মসজিদে আত্মঘাতী হামলার পেছনে থাকা সন্ত্রাসী গোষ্ঠীকে ধরার কাছাকাছি পৌঁছে যাওয়ার দাবি করেছে পুলিশ। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান মোয়াজ্জেম জাহ আনসারি বলেছেন, হামলাকারী সেদিন পুলিশের পোশাক পরেই ভেতরে ঢুকেছিল।

সোমবার শক্তিশালী এক বিস্ফোরণ পেশোয়ারের ঐ সুরক্ষিত অঞ্চলটির ভেতরে অবস্থিত মসজিদটিকে চূর্ণবিচূর্ণ করে দেয়, সেখানে তখন নামাজ পড়তে ৩০০ থেকে ৪০০ লোক জড়ো হয়েছিল, যাদের বেশির ভাগই ছিলেন পুলিশের কর্মকর্তা। ভয়াবহ ঐ হামলায় অন্তত ১০১ জনের মৃত্যুর খবর জানা গেছে। বেআইনিঘোষিত টিটিপি প্রথমে এই হামলার দায় স্বীকার করলেও পরে তারা তা অস্বীকার করে বলে জানিয়েছে ডন। একাধিক সূত্রের ইঙ্গিত, হামলার পেছনে টিটিপির স্থানীয় কোনো উপদলের হাত থাকতে পারে। হামলা নিয়ে চলমান তদন্তের অগ্রগতি জানাতে বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে আসেন আনসারি। পুলিশ সদস্যদেরকে সন্তানের সঙ্গে তুলনা করে তিনি বলেন, পুলিশ বিস্ফোরণস্থল থেকে বোমা হামলায় ব্যবহৃত সুইসাইড ভেস্টের বল বিয়ারিং খুঁজে পেয়েছে। আমরা আত্মঘাতী হামলাকারীকে শনাক্ত করতে পেরেছি।

ইত্তেফাক/এমএএম