ব্রাজিলের সাও পাওলো শহরের তৃতীয় বিভাগের ক্লাব সালতোর ট্রায়ালে যোগ দিতে গতকাল রাতে দেশ ছেড়েছেন মোহামেডানের তরুণ ফুটবলার নাজমুল আকন্দ। ক্লাবটির ট্রায়ালে টিকলে দলে খেলার বিষয়ে চুক্তি হবে তার আর না হলে আবার ফিরে আসতে হবে দেশে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে ব্রাজিলের উদ্দেশে রওনা দেন নাজমুল।
এ নিয়ে দ্বিতীয় বারের মতো দেশটিতে যাচ্ছেন এ ফুটবলার। এর আগে ২০১৯ সালে যে পাঁচ কিশোর ফুটবলার ব্রাজিলে গিয়ে দেশটির বিখ্যাত গামা ক্লাবে এক মাস প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন, তার মধ্যে তিনিও একজন ছিলেন। এদিকে এবার ব্রাজিলের ক্লাবে সুযোগ পেলেও বিমান ভাড়া সংকটে বিপাকে পড়তে হয়েছিল নাজমুলের। কিন্তু এ বিষয়ে তাকে সহযোগিতা করেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
এর আগে নাজমুল সিদ্ধান্ত নিয়েছিলেন কারো সহযোগিতা না পেলে প্রয়োজনে জমিজমা বন্ধক রেখে বিমানের টিকিটের ব্যবস্থা করে ব্রাজিলে যাবেন। তবে তাকে আর তা করতে হয়নি, বিমান ভাড়ার জন্য ৩ লাখ টাকা নাজমুলকে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী।