শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

রংপুরের বিপক্ষে ঢাকার সংগ্রহ ১৩০

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০০

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সকে ১৩১ রানের টার্গেট দিয়েছে ঢাকা ডমিনেটর্স। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) টসে জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে ঢাকা ডমিনেটর্স।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ঢাকা ডমিনেটর্স। দলীয় ১১ রানে ৩ ব্যাটারকে হারায় ঢাকা। ২ বলে ৫ রান করে মোহাম্মদ মিথুন, ৩ বলে ২ রান করে নাসির ও ১২ বলে ৩ রান করে সাজঘরে ফিরে যান সৌম্য সরকার।

এরপর আবদুল্লাহ আল-মামুন ও অ্যালেক্স ব্লেক মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৪৯ রানে ১১ বলে ১৮ রান করে আউট হন অ্যালেক্স ব্লেক। এরপর দলীয় ৬৭ ও ৭৫ রানে আরও দুই ব্যাটারকে হারায় ঢাকা।

২৭ বলে ২৩ রান করে আবদুল্লাহ আল-মামুন ও ১০ বলে ৭ রান করে আউট হন মুক্তার আলি। এরপর আরিফুল হক রানের চাকা কিছুটা সচল রাখেন। তবে দলীয় ১০৬ রানে ২৬ বলে ৩০ রান করে সাজঘরে ফিরে যান তিনি।

 এরপর দলীয় ১১১ রানে ১৩ বলে ১১ রান করে আউট হন শরিফুল ইসলাম। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে ঢাকা ডমিনেটর্স। রংপুরের পক্ষে আজমতুল্লাহ ওমরজাই নেন ২টি উইকেট। 

ইত্তেফাক/জেডএইচ