বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ঘিওরে মুক্তিযোদ্ধা আজগর হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২১

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আজগর হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জানাজা শেষে হিজুলিয়া নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ঘিওর বাজারের কাপড় ব্যবসা করতেন।

মৃত্যুকালে আজগর হোসেনের দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

ইত্তেফাক/আরএজে