বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই’

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৯

রাজধানী উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও মেধা পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান।

রোববার ( ৫ ফেব্রুয়ারি) এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাবিব হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই আগামীদিনের চালিকাশক্তি। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই’।

প্রধান অতিথির বক্তব্য শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিরা। পুরস্কার বিতরণী শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডি.এম শামীম, উত্তরা কল্যান সমিতির সভাপতি মেজর (অব:) আনিছুর রহমান, প্রফেসর ডা: সাব্বির আহমেদ খানসহ অনেকে।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহিনুর মিয়া।

ইত্তেফাক/এসসি