শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ঢামেক ডায়ালাইসিস সেন্টারে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৪

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারের এসিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (৫ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে নতুন ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, একটি এসির আউটডোর ইউনিটে আগুন লেগেছিল। বেলা ৩টা ৪ মিনিটে খবর পেয়ে তাদের দু’টি ইউনিট গিয়ে ৩টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের সময় বেশ কয়েকজন কিডনি রোগীর ডায়ালাইসিস চলছিল। এ অবস্থায় হুট করে রোগীদের সরিয়ে নেওয়ার সুযোগ না থাকায় স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়ায়। রোগীদের অনেকেই নাকে নল লাগানো অবস্থায় নিচে নেমে আসেন। তবে ডায়ালাইসিস চলমান থাকায় অনেকেই নামতে পারেননি।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘আগুনের আতঙ্কে কিছু সময় ডায়ালাইসিস বন্ধ রেখে পরে পুনরায় চালু করা হয়েছে।’

ইত্তেফাক/এএএম